• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ভারতের আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে এবার মতিহার ও চন্দ্রিমা থানা তাঁতীদলের বিক্ষোভ মিছিল মরুর বুকে হলিউড তারকাদের সঙ্গে বাঙালি সাজে মেহজাবীন শিক্ষক প্রশিক্ষকদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নেই ইমরান খানের আবেদনের শুনানি ১০ ডিসেম্বর মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, গার্মেন্টসকর্মী আটক বিএনপির জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, সমালোচনার ঝড় ঢাকা ওয়াসার ৬ কর্মকর্তাকে বদলি কেমন থাকবে আগামী ৩ দিনের আবহাওয়া? ২১ আগস্ট গ্রেনেড হামলা: আপিলের রায়ে তারেক রহমানসহ সব আসামি খালাস সংসদকে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণমুক্ত করার প্রস্তাব জাতীয় পার্টির

ডলারের ব্যাপক দরপতন ঘটবে : জরিপ রয়টার্সের

Reporter Name / ৫০ Time View
Update : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

চলতি বছর অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের মান আরও কমবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার কম বাড়াচ্ছে। শিগগির সেই নীতি থেকে সরে আসতে পারে তারা। অন্যদিকে, অন্যান্য দেশের সেন্ট্রাল ব্যাংক সুদহার বেশি বাড়াচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সেটা বাড়িয়ে যেতে পারে। ফলে তা দীর্ঘমেয়াদি হবে। এতে উভয়পক্ষের হারের পার্থক্য ঘটবে। তাতে মার্কিন মুদ্রার মূল্যমান আরও হ্রাস পাবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এ পূর্বাভাস দেয়া হয়েছে। এতে বিদেশি মুদ্রা কৌশলবিদরা অংশগ্রহণ করেন। চলতি বছরের জানুয়ারি থেকেই ডলারের দাম নিম্নমুখী ছিল। তবে গত ফেব্রুয়ারিতে তা বেড়ে যায়। ফেড প্রত্যাশার চেয়ে বেশি সুদহার বাড়ানোর আভাস দেয়ায় এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়। এরই মাঝে গত মার্চে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যায়। এতে বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে অস্থিরতা সৃষ্টি হয়। ফলে প্রত্যাশা পূরণ হয়নি ফেডের। এ প্রেক্ষাপটে ডলারের দর আবার কমতে শুরু করে। এমইউএফজির মুদ্রা বিশেষজ্ঞ লি হার্ডম্যান বলেন, আগামী ৩ থেকে ৬ মাসে ডলার আরও দুর্বল হবে। সাম্প্রতিক ঘটনা মার্কিন আঞ্চলিক ব্যাংকগুলোর ওপর আস্থা হারিয়েছে। এতে প্রধান বৈশ্বিক মুদ্রার ঝুঁকি বেড়েছে।

পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে ইউরোর দাম বাড়বে ২ দশমিক ৫ শতাংশ। আসছে ১ থেকে ৩ মাসের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির দর বাড়বে ১ দশমিক ০৯ ডলার। আর পরবর্তী ১২ মাসে বৃদ্ধি পাবে ১ দশমিক ১২ ডলার। জাপানের মুদ্রা ইয়েনেরও উলম্ফন ঘটবে। ২০২২ সালে যা ৩২ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল। এ বছর সেটি ঘুরে দাঁড়াবে। আগামী ১২ মাসে ইয়েনের মূল্য ঊর্ধ্বমুখী হবে প্রায় ৬ শতাংশ। প্রতি ডলারের দর স্থির হবে ১২৫ ইয়েনে। উদীয়মান বাজারের মুদ্রাগুলোরও মূল্যমান বাড়বে। এখন শুধু সময় গড়ানোর অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

One response to “ডলারের ব্যাপক দরপতন ঘটবে : জরিপ রয়টার্সের”

  1. Your house is valueble for me. Thanks!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর