জ্বালানি তেলের ব্যাপক দরপতন

আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও নিম্নমুখী হয়েছে। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংকের আকস্মিক পতন ঘটেছে। এছাড়া মূল্যস্ফীতি এখনও চড়া রয়েছে। ফলে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ঝুঁকি সৃষ্টি হয়েছে। এতে জ্বালানি পণ্যের দর হ্রাস পেয়েছে। গত ৩ মাসের মধ্যে যা সর্বনিম্ন।

বার্তা সংস্থা শিনহুয়ার বরাত দিয়ে মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, মঙ্গলবার (১৪ মার্চ) নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) আগামী এপ্রিলের সরবরাহ মূল্য কমেছে ৩ ডলার ৪৭ সেন্ট বা ৪ দশমিক ৬৪ শতাংশ। প্রতি ব্যারেলের দাম স্থির হয়েছে ৭১ ডলার ৩৩ সেন্টে। লন্ডন আইসিই ফিউচার্স এক্সচেঞ্জে অপরিশোধিত ব্রেন্টের আসছে মে মাসের সরবরাহ মূল্য কমেছে ৩ ডলার ৩২ সেন্ট বা ৪ দশমিক ১১ সেন্ট। ব্যারেলপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ৭৭ ডলার ৪৫ সেন্ট। এদিন উভয় বেঞ্চমার্কের ব্যাপক দরপতন ঘটেছে। বিগত ৩ মাসের মধ্যে যা সর্বনিম্ন। এর আগে গত ৯ ডিসেম্বর তেলের দাম এত কম ছিল। ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে দ্য প্রাইস ফিউচার্স গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ফিল ফ্লিন বলেন, তেলের বাজার পূর্বাভাস দিচ্ছে মন্দা অনিবার্য। কারণ, জ্বালানি পণ্যের চুক্তি ব্যাপক কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *