বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রলীগের দোয়া ও আলোচনা সভা

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রলীগের দোয়া ও আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(০৮ আগস্ট) বিকেলে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এই আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন-বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশীদ মল্লিক। রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা: সিরাজুম মুবিন সবুজের সঞ্চালনায় সভাটির সভাপতিত্ব করেন সভাপতি নূর মোহাম্মদ সিয়াম। এ সময় রাজশাহী মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।