রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ২২ জন আটক

রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ২২ জন আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ২২ জন আটক   করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৪ জন, তানোর থানা ০৩ জন, বাগমারা থানা ০৪ জন, পুঠিয়া থানা ০৪ জন, চারঘাট মডেল থানা ০৬ জন ও বাঘা থানা ০১ জনকে আটক করে। যার মধ্যে ০৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৮ জনকে মাদকদ্রব্যসহ ০৭ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

তানোর থানা পুলিশ ১নং মোঃ ফরাদ বিশ্বাস(২৫) ও ২নং মোঃ খোকন(৩৩) কে ০৯বোতল ফেন্সিডিল এবং ৩নং মোঃ মশির উদ্দিন মন্ডল(৫৫) কে ০৫লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ ১নং মোঃ শফিকুল ইসলাম ওরফে শফির উদ্দিন(৬০) কে ১০গ্রাম গাঁজা ও ২নং মোঃ মিস্টার রহমান(৪০) কে ২৫০গ্রাম গাঁজাসহ আটক করে।

পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ সেলিম(৪২) কে ৫০গ্রাম হেরোইন এবং ১০০পিচ ইয়াবাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোছাঃ জাহানারা বেগম(৩৬) কে ২৭গ্রাম হেরোইন ও ২নং মোঃ ইমরান আলী(৩৮) কে ৫৩বোতল ফেন্সিডিলসহ আটক করে।

আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।