পিতা হত্যা বিচার ও পরিবারের নিরপত্তাহীনতায় এক শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

পিতার হত্যা মামলার বিচার ও পরিবারের নিরপত্তাহীনতায় রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী মেহেদী হাসান।
বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন হয়।মেহেদি হাসান লিখিত বক্তব্যে বলেন,নওগাঁর পোরশার দক্ষিন ছাতোয়া গ্রামে ২০১৭ সালের ১০ অক্টোবর তার পিতা আতিফর খুন হন।তিনি বাদী হয়ে মামলা করলে পুলিশ তদন্ত শেষে চার্জশিট দেন।চার্জশিটে হত্যাকারীদের নাম বাদ দেয়ায় নারাজি দিলে সিআইডি তদন্তভার পায়।দীর্ঘদিন পার হলেও সংস্থটি তদন্ত কাজ শেষ করেনি।
মেহেদি অভিযোগ করেন,আতিফর আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হলেও নওগাঁর ক্ষমতাসীনেরা মামলা আপোষ করার জন্য চাপ দেয়ার পাশাপাশি হুমকি দিয়ে আসছে। এ অবস্থায় দ্রুত বিচার ও নিরাপত্তা দাবী করেন ভুক্তভোগী পরিবার