রাসিক মেয়র নিজ উদ্যোগে ১২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিচ্ছেন

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত উদ্যোগে মহানগরীর ১২ হাজার ২২০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।

এ সময় রাজপাড়া থানা এলাকার করোনায় ক্ষতিগ্রস্ত গরিব, অসহায়, দুস্থ, কর্মহীন, দিনমজুর ও ছিন্নমূল দুই হাজার ৬৩০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও এক কেজি করে ডাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১২ হাজার ২২০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। এর আগে সরকারিভাবে দফায় দফায় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। করোনাকালে শুরু থেকে দুস্থ ও অসহায়দের পাশে আছি, আগামীতেও থাকব।