সুনামগঞ্জে জেলা সড়ক পরিবহন ইউনিয়নের ধর্মঘট প্রত্যাহার

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি  নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হক।

এর আগে মহাসড়কে চাঁদাবাজির ঘটনায় শনিবার বিকেলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। রোববার ভোর থেকে ধর্মঘট শুরুও হয়। পরে দুপুরে শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়নাল আবেদীন। পরে জেলা প্রশাসকের আশ্বাসে তিন দিনের শর্তসাক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করেন তারা।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, জেলা প্রশাসক আমাদের আশ্বাস দিয়েছেন সিলেট বাইপাস সড়কে আর কোনো চাঁদাবাজি হবে না। সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে।

এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনবলেন, মানুষের ভোগান্তির কথা চিন্তা করে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক হয়। আলোচনার ভিত্তিতে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।