সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে রুখে দিলো ১০ জনের বাংলাদেশ

সাতবারের চ্যাম্পিয়ন ভারত। সাফ চ্যাম্পিয়নশিপে তাদের বিপক্ষে লড়াইটা এমনিতেই ছিল কঠিন চ্যালেঞ্জের। সেখানে পিছিয়ে পড়া বাংলাদেশ কিনা ১০ জনের দলে পরিণত হলো! বিশ্বনাথ ঘোষের লাল কার্ডে একজন কম নিয়ে খেলে হতাশা গ্রাস করলেও ভেঙে পড়েনি লাল-সবুজ জার্সিধারীরা। ১০ জন নিয়েও বাংলাদেশ ১-১ গোলে ড্র করেছে শক্তিশালী ভারতের সঙ্গে।

সাম্প্রতিক ফর্ম কিংবা দলীয় শক্তি বিবেচনায় বাংলাদেশের চেয়ে পরিষ্কারভাবেই এগিয়ে ভারতীয় ফুটবল দল। তবু প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ জয়ের প্রত্যয় জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।

সেই চ্যালেঞ্জে শতভাগ সফল না হলেও, মূল্যবান এক পয়েন্ট ঠিকই আদায় করে নিয়েছে বাংলাদেশ। তারকা ফুটবলার সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ইয়াসিন আরাফাতের সমতাসূচক গোলে ড্র নিয়েই মাঠ ছেড়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা।