সাকিব-মুশফিকের বিদায়,৫ বলের ব্যবধানে, বিপদে বাংলাদেশ

সাকিব-মুশফিকের বিদায়,৫ বলের ব্যবধানে, বিপদে বাংলাদেশ

পর পর দুই ওভারে বিদায় নিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।তাদের বিদায়ে বিপদে পড়েছে বাংলাদেশ দল।

ব্লেসিং মুজারবানির তৃতীয় শিকারে এলবি হয়ে মাত্র ১১ রানে মাঠ ছাড়েন মুশফিক। মাত্র ৫ বল পর ৩০তম ওভারের তৃতীয় বলে ৩ রানেই সাকিবকে রেগিস চাকাভার ক্যাচে ফেরান ভিক্টর নিয়াচি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অর্জন ১২১ রান।

বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে নেমেছিলেন সাইফ হাসান ও সাদমান ইসলাম।

মাত্র ৫ বল খেলেই ডাক মেরে মুজারাবানির পেসে সরাসরি বোল্ড হয়ে যান এই ওপেনার। তামিম না থাকায় ব্যাটিংলাইন আপে উন্নতি হয়েছিল নাজমুল হক শান্তর। ওয়ানডাউনে নেমেছিলেন। তিনিও ব্যর্থ।

মাত্র ৮ বলের মোকাবেলায় আউট হয়ে শান্তভাবেই সাজঘরে ফেরেন শান্ত। এরপর সাদমানের সঙ্গে হাল ধরেন অধিনায়ক মুমিনুল হক।

বাংলাদেশ একাদশ
মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ
ব্র্যান্ডন টেইলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), রেগিস চাকাভা, কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, তিমিসেন মারুমা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো।