প্রায় ৬০ বছর পর লোগো পরিবর্তনের ঘোষণা দিলো নকিয়া

প্রায় ৬০ বছর পর লোগো পরিবর্তনের ঘোষণা দিলো নকিয়া

প্রায় ৬০ বছর পর লোগো পরিবর্তনের ঘোষণা দিলো নকিয়া। টেলিকম যন্ত্রাংশ তৈরির দিকে নজর দিয়ে সেই আঙ্গিকে সম্পূর্ণ নতুন লোগো তৈরি করেছে প্রতিষ্ঠানটি। রয়টার্স জানায়, নকিয়া ইংরেজি পাঁচটি অক্ষরের জন্য পাঁচটি ভিন্ন ভিন্ন শেপকে সমন্বিত করে নতুন এই লোগো তৈরি করা হয়েছে। নতুন এই লোগোটিতে নকিয়ার সেই আইকনিক নীল রংটি আর থাকছে না। বরং ব্যবহারের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন রং থাকবে।

রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ পেক্কা লুন্ডমার্ক বলেন, এতদিন আমরা শুধুমাত্র স্মার্টফোনের ভেতরে সীমাবদ্ধ থাকলেও এখন আমরা একটি বিজনেস টেকনোলজি কোম্পানিতে রূপান্তরিত হয়েছি। সংবাদ মাধ্যমটি আরও জানায়, ২০২০ সালে মৃত প্রায় প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদে অধিষ্ঠ হয়ে লুন্ডমার্ক তিনটি ধাপে একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করেন। সেগুল হলো, পুনরায় চালু হওয়া, ত্বরান্বিত করা এবং একটি মাপকাঠিতে পৌঁছানো। এখন মাত্র পুনরায় চালু হওয়ার ধাপটি সম্পন্ন হয়েছে, আর পরবর্তী ধাপটি শুরু হয়েছে বলে জানায় লুন্ডমার্ক সম্প্রতি নকিয়া সার্ভিস প্রোভাইডারের ব্যবসায় নিজেকে এগিয়ে নিচ্ছে। প্রতিষ্ঠানটি অন্যান্য টেলিকম প্রতিষ্ঠানে যন্ত্রাংশ বিক্রি করছে। প্রতিষ্ঠানটির মূল ফোকাস হলো— অন্যন্য প্রতিষ্ঠানে সরঞ্জাম বিক্রি করা। লুন্ডমার্ক বলেন, গত বছর আমাদের বিক্রি বেড়েছে ২১ শতাংশ, যা আমাদের মোট সেলের আট শতাংশ অথবা ২.১১ বিলিয়ন ডলার প্রায়। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব এই সংখ্যাটিকে দুই ডিজিটে উঠিয়ে আনা।