৯৮৪ পিস ইয়াব সহ রোহিঙ্গা আটক

কক্সবাজারে অভিনব পদ্ধতিতে লাঞ্চ বক্সের ভেতরে করে ক্রয়-বিক্রয়ের সময় ৯৮৪ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উখিয়ার কুতুপালংয়ের রেজিস্টার্ড ক্যাম্পের ডিমান্ডের মোড়ে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাঈমুল হক।

আটক রোহিঙ্গা নাগরিক একরাম (২২) রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এফ, ৮ নম্বর শেডের ৬ নম্বর রুমের আলী হোসেনের ছেলে।  অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাঈমুল হক বলেন, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডিমান্ডের মোড়ে ইয়াবা ক্রয়-বিক্রয়ের এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।  এসময় এপিবিএনের উপস্থিতি টের পেয়ে নুরুল আমিন নামের এক রোহিঙ্গা দৌড়ে পালিয়ে গেলেও তার সঙ্গে থাকা একরামকে ধরা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামি একরামের হাতে থাকা একটি কালো পলিথিনের মধ্যে লাঞ্চ বক্স পাওয়া যায়।  ওই লাঞ্চ বক্সের ভেতরে ৫টি নীল রঙের প্যাকেট পাওয়া যায়। ওইসব প্যাকেটে ৯৮৪ পিস ইয়াবা পাওয়া যায়।  এ ঘটনায় পলাতক নুরুল আমিনকে আটকে অভিযান চলছে এবং আটক একরামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান নাঈমুল হক।