পোশাক শ্রমিকদের টিকাদান শুরু জাতীয় পরিচয়পত্র দিয়ে

পোশাক শ্রমিকদের টিকাদান শুরু জাতীয় পরিচয়পত্র দিয়ে

নিবন্ধন ছাড়াই জাতীয় পরিচয়পত্র দিয়ে পোশাক শ্রমিকদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সবমিলিয়ে ২৫ লাখ শ্রমিককে ভ্যাক্সিনেশনের আওতায় আনার পরিকল্পনা করেছেন সরকার।

রোববার (১৮ জুলাই) সকাল থেকে গাজীপুরের চারটি কারখানায় পঞ্চাশটি বুথে এ কার্যক্রম চালু হয়। গাজীপুর মহানগরের তুসুকা ডেনিম, তুসুকা ট্রাউজার, স্প্যারো এপারেলস ও রোজভ্যালী নামের চারটি পোশাক কারখানার শ্রমিকরা পাচ্ছেন করোনার টিকা। গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান জানান, প্রথম দিন চারটি প্রতিষ্ঠানের প্রায় ১২ হাজার শ্রমিককে টিকা দেওয়ার টার্গেট রয়েছে। পর্যায়ক্রমে সব শ্রমিক টিকা পাবেন। এদিকে, ভোগান্তি ছাড়া নিজ কর্মস্থলে টিকা নিতে পেরে খুশি পোশাককর্মীরা। ১৮ বছর বয়স থেকে দেওয়া হচ্ছে মডার্নার ভ্যাকসিন। পর্যায়ক্রমে সব পোশাক শ্রমিককে এ সেবার আওতায় আনা হবে বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। শিল্প অধ্যুষিত গাজীপুরে দুই হাজার তৈরি পোশাক কারখানায় প্রায় ২২ লাখ শ্রমিক রয়েছে।