রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোতে ইউক্রেনের পাল্টা আক্রমণের হুমকি

রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোতে ইউক্রেনের পাল্টা আক্রমণের হুমকি

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগের মুখপাত্র আন্দ্রি ইউসোভ বুধবার এক টেলিভিশন সাক্ষাতকারে জানিয়েছেন, রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোতে শিগগিরই কাঙ্খিত পাল্টা আক্রমণ শুরু করবে ইউক্রেনের সেনারা।

এ ব্যাপারে মুখপাত্র আন্দ্রি ইউসোভ বলেছেন, শিগগিরই সম্মুখভাগে তীব্র কার্যক্রম শুরু হবে। এটি কোনো সময় বেঁধে দেওয়ার বিষয় না। যদিও আমাদের ইউক্রেনের স্বাধীনতা দিবসের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

আগামী ২৪ আগস্ট নিজেদের স্বাধীনতা দিবস পালন করবে ইউক্রেন। যদি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ মুখপাত্রের ইঙ্গিতটি সঠিক হয় তাহলে এক সপ্তাহের মধ্যেই শুরু হতে পারে ইউক্রেনের সেই কাঙ্খিত অভিযান।

পাল্টা আক্রমণের ব্যাপারে মুখপাত্র আন্দ্রি ইউসোভ আরও বলেছেন, গোয়েন্দা তথ্য বলছে পুরো সম্মুখভাগে পরবর্তী কার্যক্রমের জন্য আগস্ট ও সেপ্টেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

এদিকে রুশদের হাতে দখলকৃত অঞ্চলে পাল্টা আক্রমণ চালানোর বিষয়টি কয়েক সপ্তাহ ধরেই বলে আসছে ইউক্রেন। তবে এখন পর্যন্ত রাশিয়ার রসদ সরবরাহের পথ, বিমান ঘাঁটি এবং অস্ত্রের গুদামে খুব বেশি হামলা চালাতে পারেনি তারা। তাছাড়া সম্মুখভাগেও তেমন সাফল্য পায়নি ইউক্রেনীয় সেনারা।