রামেকে ১২ জনের মৃত্যু

রামেকে ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭ টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ৪ জন। আর ৩ জন ছিলেন করোনা নেগেটিভ। বাকি ৫ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানিয়েছেন, মৃত ১২ জনের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, কুষ্টিয়ার ২, পাবনার ২ জন ও নাটোর, নওগাঁ এবং সিরাজগঞ্জের ১ জন করে ৩ জনের মৃত্যু হয়েছে। আর গেল ২৪ ঘণ্টায় হাসপাতালটির দুটি আরটিপিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যাদের মধ্য করোনা পজেটিভ পাওয়া গেছে ৫৫ জনের। হাসপাতালের ল্যাবের তথ্য মতে, করোনা শনাক্তের হার ৩০.২১ শতাংশ। হাসপাতলে গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৪৩ জন রোগী আর করোনার জন্য নির্ধারিত ৫১৩টি শয্যায় হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৪০৭ জন রোগী। রোগীর স্বজনরা জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ’এর শয্যার সঙ্কট ব্যতিত স্বাভাবিকভাবেই চিকিৎসা পাচ্ছেন তারা।