রাজশাহীতে বয়স্ক নারীকে ইয়ার ইলেক্ট্রনিক মেশিন দিলেন সত্যের জয় সামাজিক সংগঠন

মহান বিজয় দিবস উপলক্ষে সত্যের জয় সামাজিক সংগঠন প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজ সোমবার রাজশাহী মহানগরীর ফায়ার সার্ভিস মোড়ে এক বয়স্ক নারীকে ইয়ার ইলেক্ট্রনিক মেশিন প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা।

এসময় অত্র সংগঠনের সভাপতি সোহাগ বলেন, আমরা জানতে পারি এক বয়স্ক নারী কানে শুনতে পান না। ঐ নারী অন্যের বাসা বাড়িতে রান্না করে জীবন ধারন করেন। কানে না শোনার কারনে তাঁর কর্ম চলে যাওয়ার উপক্রম হয়েছে। এই খবর পাওয়ার পর আমরা তাকে ইয়ার ইলেকট্রনিক মেশিন প্রদান করি। এ সময় উপস্থিত সমাজসেবক টনি বলেন, সত্যের জয় সামাজিক সংগঠনের যে কার্যকর্মগুলো প্রতিনিয়ত চলছে সেটা খুব ভালো ও মহৎ কাজ। তাদের পাশে তিনি সবসময় আছেন। এই সংগঠনটি যেন আরো এগিয়ে যায় এবং এভাবে সাধারণ মানুষের পাশে সবসময় দাঁড়াতে পারে তার জন্য শুভ কামনা করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক বাসিরুল ইসলাম বনি, মহিলা বিষয়ক সম্পাদক আখি, উপ-মহিলা বিষয়ক সম্পাদক সিনথিয়া ও সমাজ সেবক টনি।