রাজশাহীতে প্রথম দিনে ১০৩১ জনকে বুস্টার ডোজ প্রয়োগ

রাজশাহীতে করোনার টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু হয়েছে। বুধবার থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে বুস্টার ডোজ টিকা দেওয়া হচ্ছে। প্রথম দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক হাজার ৩১ জন টিকা নিয়েছেন।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি কেন্দ্রে টিকা নেওয়ার জন্য ১ হাজার ২০০ জনকে এসএমএস দেওয়া হয়েছিল। এর মধ্যে এক হাজার ৩১ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে ৯৪৮ জনই টিকা নিয়েছেন রামেক হাসপাতাল কেন্দ্রে। আর ৮৩ জন টিকা নিয়েছেন বিভাগীয় পুলিশ হাসপাতালে। টিকা নেওয়া ষাটোর্ধ্ব যেসব মানুষের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর ছয় মাস অতিক্রম হয়েছে তাদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বুস্টার ডোজ হিসেবে সবাই পাচ্ছেন ফাইজারের টিকা। প্রতিদিনই এখন বুস্টার ডোজ প্রয়োগ করা হবে। বুস্টার ডোজের পাশাপাশি রামেক হাসপাতালে ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজ, ভিরুসেলের দ্বিতীয় ডোজ এবং অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে।