রাজশাহীতে এসএসসির পাশের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ

রাজশাহীতে এসএসসির পাশের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ

রাজশাহীতে এসএসসির পাশের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। সোমবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এসএসসির ফলাফল প্রকাশ করা হয়। এ বোর্ডে এবারের পাশের হার সাত বছরের মধ্যে সর্বনিম্ন।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক বলেন, পাশের হার এবার অন্য বছরের তুলনায় কম। কেন পাশের হার কমেছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান বোর্ডের এই কর্মকর্তা।

তিনি জানান, চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৭ হাজার ৩১৪ জন। এর মধ্যে ১ লাখ ৯৫ হাজার ১২৪ জন পরীক্ষা দেয়। এদের মধ্যে পাশ করে ১ লাখ ৬৭ হাজার ৫৮১ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী। বহিষ্কৃত পরীক্ষার্থী ১৮ জন।

তিনি আরও জানান, পাশের হার কমলেও এ বছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা সাত বছরের মধ্যে সর্বোচ্চ। এবার মোট ২ হাজার ৬৭৮টি স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে ১৪৭ স্কুলের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। দুটি স্কুলের কেউ পাশ করেনি।

এ দুটি প্রতিষ্ঠানের কেউ কেন পাশ করেনি তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।