অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

রাজশাহীতে মো. আ. কাদের মোল্লা (৫৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে নগরীর সাগরপাড়া বিদ্যুৎ অফিসের পাশের ড্রেন থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি নগরীর রাজপাড়া থানাধীন শ্রী রামপুর এলাকার মৃত আ. কবেজ আলী মন্ডলের ছেলে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও মহানগর মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গলাকাটা মরদেহের পাশে একটি মোবাইল পাওয়া যায়। সেই মোবাইলের সূত্র ধরেই জানা যায় নিহত ব্যক্তি একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তিনি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত প্রতিদিন অটোরিকশা চালাতেন। প্রতিদিনের মতো বুধবারও অটোরিকশা নিয়ে বের হন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে কোনো ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার অটোরিকশা ছিনতাই করেছে। এ ঘটনার পর থেকে তার অটোরিকশা পাওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া অপরাধী গ্রেফতারেও তৎপরতা চলছে বলে জানান তিনি।