কুমিল্লায় যাত্রীবাহী বাস খালে

কুমিল্লার বরুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

রোববার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার আমড়াতলী সড়কের লাইজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। আনোয়ার হোসেন নামে বাসে থাকা এক যাত্রী বলেন, প্রায় ৩০জন যাত্রী নিয়ে বলাকা বাসটি কুমিল্লায় যাচ্ছিল। বাসটির চালক দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনে কথা বলছিলেন। এক পর্যায়ে যাত্রীবাহী বাসটি লাইজলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতাল পাঠানো হয়েছে। বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হচ্ছে। আহতদের মধ্যে দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।