মোহামেডানে যোগ দিচ্ছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ

মোহামেডানে যোগ দিচ্ছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ

দলটিতের তারার অভাব নেই এবার। ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লক্ষ্যে বলতে গেলে এবার তারার মেলা বসিয়েছে মোহামেডান।

বাংলাদেশের সেরা ক্রিকেটারদের মধ্যে কে নেই মোহামেডানে? সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও আবু জায়েদ রাহী, সৌম্য সরকার, শুভাগত হোম থেকে শুরু করে একঝাঁক তারকা ক্রিকেটার। কিন্তু এমন তারকা নির্ভর দল গড়েও দুশ্চিন্তায় মোহামেডানের ভক্ত-সমর্থক এবং কর্মকর্তারা। কারণ, লিগ যখন শুরু হবে তখন এদের অধিকাংশই থাকবেন দক্ষিণ আফ্রিকা সফরে। সাকিব, অধিনায়ক মুশফিকুর, রিয়াদ, তাসকিন, মিরাজ এবং আবু জায়েদ রাহী এদের অন্যতম। এতবড় তারকাদের অভাব পূরণ হবে কী দিয়ে? এদের অভাব যে পূরণ হবার নয়, তা জানিয়েছেন খোদ অধিনায়ক মুশফিকও। এ কারণে বিকল্প ব্যবস্থাও তৈরি রাখতে যাচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে এবার শুরু থেকে দলে পেতে চাচ্ছে মোহামেডান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া এবং এই সময়ে কোনো ফ্রাঞ্চাইজি লিগ না থাকার ফলে হাফিজকে পাওয়া সহজ হয়ে গেছে। মোহামেডানের ক্রিকেট কমিটির সম্পাদক সেলিম শাহেদ তথ্য নিশ্চিত করে বলেছেন, তার জন্য ভিসার ব্যবস্থা করা হচ্ছে। ভিসা হয়ে গেলেই তিনি লিগের একেবারে শুরু থেকেই যোগ দেবেন মোহামেডান ক্লাবে।