মেয়র হানিফের কবরে আ’লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের কবরে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (২৮ নভেম্বর) সকালে আজিমপুর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে আজিমপুরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়।এসময় মেয়র মোহাম্মদ হানিফের ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্যানেল মেয়র শহিদুল্লাহ মিনু, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, ধর্ম সম্পাদক ইসমাঈল হোসেন, কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রহমান ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুণ সরকার রানা উপস্থিত ছিলেন।বাবার স্মৃতিচারণ করে মোহাম্মদ সাঈদ খোকন দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, আমার বাবা সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। আমি তার সন্তান হিসেবে এ শহরের মানুষের কাছে, এ দেশের মানুষের কাছে দোয়া চাই।১৯৪৪ সালের ১ এপ্রিল পুরান ঢাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ হানিফ। ২০০৬ সালের ২৮ নভেম্বর মারা যান তিনি।