মালিবাগে ট্রেনের ধাক্কায় নিহত নারী

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মোছা. শেফালী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় শেফালী বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।নিহত নারীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা সিএনজিচালিত অটোরিকশাচালক শাহ-আলম জানান, মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নারীর ছেলে খোরশেদ আলম জানান, তারা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে মায়ের মরদেহ শনাক্ত করেন। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে।বর্তমানে খিলগাঁও গোড়ান এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।