ভূঞাপুরে বালুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নদীরক্ষা গাইড বাঁধের ওপরে বিক্রির অভিযোগ। এতে তিন ব্যবসায়ীকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত ২০ সেপ্টেম্বর যুগান্তরের অনলাইনে ‘অবৈধভাবে চলছে বালু উত্তোলন, হুমকিতে বাঁধ ও আশ্রয়ণ প্রকল্প’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর মঙ্গলবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনি। এ সময় অর্জুনা ইউনিয়নের কুঠিবয়রা বাজার এলাকায় গড়ে ওঠা অবৈধ বালুরঘাট থেকে তিন বালু ব্যবসায়ীকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এতে দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার ফসলান্দি গ্রামের লিয়াকত আলী তালুকদারের ছেলে জাহিদুল (২৭), কুঠিবয়ড়া গ্রামের মাদারী জমাদ্দারের ছেলে শাহাদত জমাদ্দার (২১) ও একই গ্রামের জামাল সরকারের ছেলে ইয়াকুব সরকার (২৫)।