সীমান্ত থেকে ২১ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে বিএসএফ

সীমান্ত থেকে ২১ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে বিএসএফ

ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ৪১ কেজি ৪৯১ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। যার আনুমানিক বাজার মূল্য ২১ কোটি ২২ লক্ষ টাকা।

বিএসএফ এর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ-১৫৮ ব্যাটালিয়নের সেনারা গুনারমাঠ গ্রামের কাছে ইছামতি নদীর ধারে অভিযান চালায়। সন্ধ্যা পর্যন্ত বিএসএফের সেনারা প্রায় ৭-৮ জন সন্দেহভাজন চোরাকারবারিকে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইছামতি নদীতে একটি নৌকা ভারতে ঢুকতে দেখে। এসময় চোরাকারবারিরা তাদের সব জিনিসপত্র ফেলে নদীতে ঝাঁপ দেয় ও বাংলাদেশে সীমান্তে ঢুকে পড়ে।

বিএসএফ তল্লাশি চালিয়ে নৌকা থেকে ৫টি ব্যাগে ৩২১টি স্বর্ণের বিস্কুট, চারটি স্বর্ণের বার ও একটি স্বর্ণের কয়েন পায়। এছাড়া তখন একটি কাঠের নৌকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।