বেনাপোলে ভারত থেকে পণ্য আমদানি বেড়েছে

বেনাপোলে ভারত থেকে পণ্য আমদানি বেড়েছে

রমজান মাসে চাহিদা বাড়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল আমদানি বেড়েছে।বেনাপোল বন্দরের সড়ক ও রেল পথে ভারত থেকে পণ্য আমদানি বেড়েছে। আমদানি স্বাভাবিক থাকলে পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

রোববার (০৩ এপ্রিল) ভারত থেকে ৩২২ ট্রাক পণ্য আমদানি হয়েছে উল্লেখ করে বেনাপোল বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, এর মধ্যে ৯ ট্রাক মাছ, ১ ট্রাক কমলা, ২২ ট্রাক আঙুর, ২ ট্রাক পেঁয়াজ, ৩ ট্রাক পানপাতা ও ১ ট্রাক চারা গাছ রয়েছে। তিনি আরও বলেন, রেলপথে প্রায় ৮ হাজার মেট্রিক টন পণ্য এসেছে। এর মধ্যে প্রায় ৫ হাজার মেট্রিক টন খাদ্যদ্রব্য রয়েছে। এসব খাদ্যদ্রব্যের মধ্যে ২ হাজার ৪৭৮ মেট্রিক টন গম ও ২ হাজার ৪৭১ মেট্রিক টন ভুট্টা রয়েছে। এদিকে আমদানি স্বাভাবিক থাকলে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্য থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। রোজার মধ্যে ব্যবসায়ীদের দ্রুত পণ্য খালাস নিতে বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টা সচল রাখার কথা জানিয়েছেন বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল।