বিশ্বে করোনায় ৭৬২১ মৃত্যু, শনাক্ত পৌনে ১৪ লাখ

বিশ্বে করোনায়  ৭৬২১ মৃত্যু, শনাক্ত পৌনে ১৪ লাখ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও ৭ হাজার ৬২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ২৭ হাজার ৫৫ জনে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৭৪ হাজার ৪২২ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ কোটি ৭৯ লাখ ৮৫ হাজার ৯১৭ জনে।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ৯ লাখ ৮৫ হাজার ৯১৪ জন। দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ৯ লাখ ৭৯ হাজার ৯৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ওই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৭০ হাজার ৪৫৪ জনের। তাদের মাঝে মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ২৪১ জনের। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ৪৬৯ জনের। তাদের মাঝে মারা গেছেন ৬ লাখ ৫২ হাজার ৪১৮ জন। তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, তুরস্ক, ইতালি এবং স্পেন। ওই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৪১ নম্বরে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৯ জনের। এছাড়া এখন পর্যন্ত ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে