বিদায়ে যা বললেন আয়ারল্যান্ড অধিনায়ক

দলে তারকা ক্রিকেটার এবং অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নামিবিয়ার মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে হেরে গেল আয়ারল্যান্ড।   টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ১১তম ম্যাচে  নামিবিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৫ রানে ইনিংস গুটায় আয়ারল্যান্ড।  টার্গেট তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় নামিবিয়া।   এ পরাজয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের আগেই ছিটকে যায় আইরিশরা।  এদিন খেলা শেষে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবিরনি বলেন, এ পরাজয় আমাদের জন্য অনেক কষ্টের। আমরা সত্যিই জিততে চেয়েছিলাম। কিন্তু জয় তুলে নেওয়ার মতো আমরা পর্যাপ্ত রান করতে পারিনি।  তিনি আরও বলেন, এ ক্ষত কাটিয়ে ওঠা আমাদের জন্য অনেক কঠিন হবে। আমরা সব সময়ই চাইব এ বাজে স্মৃতি ভুলে যেতে। কিন্তু স্মৃতি আমাদের তাড়া করে বেড়াবে। এটি আসলে খুবই অনেক কষ্টদায়ক।  বালবিরনি আরও বলেন, নামিবিয়ার ব্যাটসম্যান ডেভিড উইজ আসাধারণ খেলেছেন। তাকে সঙ্গ দিয়েছেন অধিনায়ক। নামিবিয়া দলে অনেক ভালো ক্রিকেটার আছেন। এ জয় তাদের প্রাপ্যই ছিল।