বিগ বাজারকে জরিমানা

২০ কেজির দুটি চালের বস্তায় যথাক্রমে ১৬৭ গ্রাম ও ২৭১ গ্রাম চাল কম থাকায় বিগ বাজার সুপারশপকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকা মহানগরীর ওয়ারী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ওই সুপারশপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, বিগ বাজার সুপারশপে ২০ কেজির দুটি চালের বস্তায় ১৬৭ গ্রাম ও ২৭১ গ্রাম চাল কম পাওয়া যায়। এছাড়া ওই সুপারশপের কিছু পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছিল না। পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ওই সুপারশপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে পরিদর্শক মো. ইনজামামুল হক অংশ নেন।