বিএনপির ১০ দফা ঘোষণা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র: মেনন

বিএনপির ১০ দফা ঘোষণা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র: মেনন

বিএনপির ১০ দফা সম্পর্কে রাশেদ খান মেনন বলেন, ‘বিজয়ের মাসে বিএনপি-জামায়াতের ১০ দফা ঘোষণা এ দেশে মুক্তিযুদ্ধের অর্জনের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র। এ দেশের জনগণ অবশ্যই জানেন, সামরিক জান্তা জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে সংবিধান বদলে যে রাষ্ট্রচরিত্র নির্ধারণ করেছিলেন, তা ছিল প্রগতির বিরুদ্ধে পশ্চাতপদতার সংস্কার। পুনরায় ওই অন্ধকারের শক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

কাউন্সিলের উদ্বোধন করে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশের জন্মের মধ্যেই সমাজতন্ত্রের আকাঙ্ক্ষা প্রতিফলিত ছিল। বঙ্গবন্ধু শহীদ হয়েছিলেন শুধু সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন বলে। যুবমৈত্রীর কর্মীদের আজ দেশের দুর্দশা ঘোচাতে লড়াইয়ের রাস্তায় নামতে হবে।

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, আশির দশকে যুবমৈত্রী প্রতিষ্ঠা হয়েছিল সামরিক শাসনবিরোধী লড়াইয়ের গর্ভে। যুবমৈত্রীকে আগামী লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। আগামী দিনে ঘুষ-দুর্নীতি-লুটপাট-বৈষম্যবিরোধী লড়াইয়ে নামতে হবে। বাহাত্তরের সংবিধান প্রকৃত অর্থে প্রতিষ্ঠার সংগ্রামে থাকতে হবে।

যুবমৈত্রীর সভাপতি সাব্বাহ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুর আহমদ প্রমুখ।