বিএনপির অবরোধ, রাজশাহীতে বাস-ট্রাক ভাংচুর

বিএনপির অবরোধ, রাজশাহীতে বাস-ট্রাক ভাংচুর

বিএনপি ও সমমনা দলের আহ্বানে সারাদেশের মতো রাজশাহীতেও পালিত হচ্ছে তৃতীয় দফার অবরোধ কর্মসূচি। তৃতীয় দফার অবরোধের প্রথম দিনেই জেলার পুঠিয়ায় একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাক ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ নভেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দুপুরে নাটোর থেকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে রাজশাহীর শিবপুর এলাকায় রাস্তা অবরোধ করে। এসময় তারা একটি যাত্রীবাহী বাস এবং দুটি ট্রাকে হামলা চালায়। পরে স্থানীয়রা ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলার শিকার বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। ভাংচুরের সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুঠিয়ার প্রায় সব রাস্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান ওসি।