বাংলায় এসএমএস পাঠাবে মোবাইল অপারেটররা: মোস্তাফা জব্বার

বাংলায় এসএমএস পাঠাবে মোবাইল অপারেটররা: মোস্তাফা জব্বার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রাহকদের সব ধরনের এসএমএস বাংলায় পাঠাবে মোবাইল অপারেটরগুলো।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর রমনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সম্মেলন কক্ষে এ সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় তিনি বলেন, এরই মধ্যে সব অপারেটরের বাংলায় এসএমএস পাঠানো সংক্রান্ত কারিগরি কার্যক্রম ৯১ ভাগ শেষ হয়েছে। অবশিষ্ট ৯ ভাগ কাজ জুন মাসের মধ্যে শেষ করতে অপারেটরদের প্রতি আহ্বান জানান তিনি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাংলায় এসএমএস রূপান্তরের পেছনের কাজগুলো চ্যালেঞ্জিং ছিল, কিন্তু তা সত্ত্বেও সেটি করা হয়েছে। এটি মাতৃভাষা, মা-মাটি ও মাতৃভূমির জন্য একটি ঐতিহাসিক ঘটনা। মোস্তাফা জব্বার বলেন, প্রযুক্তিগত দিক থেকে কোনো ভাষা থেকে বাংলা ভাষা পিছিয়ে নেই। এমন কোনো ডিভাইস বা যন্ত্র নেই, যেখানে বাংলা লেখা যাবে না। মন্ত্রী বলেন, একুশ আমাদের অহংকার। বাংলা ভাষা আন্দোলনের পথ বেয়েই বাঙালির জাতি রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধু কেবল ভাষা আন্দোলন করে দেশটাকে গড়ে তোলেননি। তিনি বলেছিলেন- ‘আমরা স্বাধীনতা পেলে আমাদের দাপ্তরিক ভাষা হবে বাংলা’। তিনি তাই করেছিলেন।

বিটিআরসির ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, এরই মধ্যে সব মোবাইল হ্যান্ডসেটে বাংলা টাইপিং ব্যবস্থা ও গ্রাহকদের জন্য অর্ধেক খরচে বাংলায় এসএমএস সেবা চালু করা হয়েছে। বাংলায় এসএমএস চালুর ফলে বাংলা ভাষাভাষী মানুষ উপকৃত হবে। ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান বলেন, বাংলায় এসএমএস ও নটিফিকেশন পাঠানোর কার্যক্রমটি বাংলা ভাষার জন্য যুগান্তকারী কাজ। বাংলা প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন পুরোনো আইন, বিধি-বিধান যা ইংরেজিতে ছিল তা বাংলায় করা হচ্ছে। বিটিআরসির মহাপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ বাংলায় এসএমএস সেবা চালু সংক্রান্ত কার্যক্রম উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, রবির ভারপ্রাপ্ত সিইও রিয়াজ রশিদ ও বাংলালিংকের ভারপ্রাপ্ত সিইও তৈমুর রহমান।