বঙ্গবন্ধুকে হত্যার নির্দেশ দিয়েছিলেন জিয়া: মেয়র তাপস

বঙ্গবন্ধুকে হত্যার নির্দেশ দিয়েছিলেন জিয়া: মেয়র তাপস

কর্নেল রশিদকে ‘ইউ গো অ্যাহেড’ আদেশের মাধ্যমে খুনি জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ অগাস্ট) বিকেলে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন ডিএসসিসি মেয়র।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‌‘খুনি কর্নেল রশিদ আর কর্নেল ফারুক-দুজনই ভায়রা ভাই। তারা তাদের স্বীকারোক্তিতে সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে বার বার উল্লেখ করেছেন যে এ দুইজনের (জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক) সঙ্গে আমরা বারবার শলা-পরামর্শ করেছেন, দেখা করেছেন, কথা বলেছেন। মোশতাকের সঙ্গে কুমিল্লার বার্ডে সভা করেছেন। ৭৫ সালের মার্চ মাসে কর্নেল রশিদ খুনি জিয়াউর রহমানের সঙ্গে গিয়ে বঙ্গবন্ধুকে খুন করার জন্য সম্মতি চেয়েছেন। উপ-সেনাপ্রধান (এর মতো) ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যদি সেনাবাহিনীর অধঃস্তন কর্মকর্তা গিয়ে বলে যে, আমরা রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আমরা ক্যু করার জন্য প্রস্তুত হচ্ছি। উনি (জিয়া) জবাবে কি বলরছেন? উনি কি সেই অধঃস্তন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? উনি কি সেই অধঃস্তন কর্মকর্তার বিরুদ্ধে মার্শাল ‘ল’ কোর্টে ব্যবস্থা নিয়েছেন? তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা নিয়েছেন? না, তিনি বলেছেন ‘ইউ গো অ্যাহেড’, তোমরা এগিয়ে যাও। তোমরা এগিয়ে যাওয়া মানে হ্যাঁ, তোমরা এগিয়ে গিয়ে রাষ্ট্রপতিকে হত্যা করো। তোমরা এগিয়ে গিয়ে ক্যু করো। রাষ্ট্রক্ষমতা দখল করো। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন সেনাবাহিনীর অধঃস্তন কোনো কর্মকর্তাকে সম্মতি দেয় সেটা হল আদেশ। নির্দেশনা দিয়েছেন তিনি। রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। খুনের নির্দেশনা দিয়েছেন জিয়াউর রহমান।’