বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ

গাজীপুরের তিন সড়ক এলাকায় একটি পোশাক কারখানার কর্মকর্তা ও কর্মচারীদের ৭ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করছে। বুধবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে আন্দোলন শুরু করে তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রাস্তায় গাড়ি ঘুরিয়ে দিচ্ছে পুলিশ।এদিকে লকডাউনের মধ্যে জরুরি প্রয়োজনে বের হওয়া বহু মানুষকে ওই এলাকায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে।

পুলিশ ও আন্দোলনকারীরা জানান, স্টাইল ক্রাফট কারখানার বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০০ কর্মকর্তা ও কর্মচারীর ৭ মাসের বেতন বকেয়া রয়েছে। এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) ও তারা দাবি আদায়ে কারখানার সামনে বিক্ষোভ এবং ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে রাখেন।পরে মালিকপক্ষ কারখানায় এলেও বেতন-ভাতা পরিশোধ নিয়ে কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে সকাল ১০টার দিকে আন্দোলনে নেমেছেন কর্মকর্তা ও কর্মচারীরা।