ফের কারাগারে নবনির্বাচিত চেয়ারম্যান

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইশারত হোসেন প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিয়েছেন।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের সভাকক্ষে সালথা উপজেলার সাত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক অতুল সরকার। শপথগ্রহণ শেষে ইশারত হোসেনকে আবার কারাগারে পাঠানো হয়। এদিকে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. খন্দকার সাইফুর রহমান শাহিনের শপথগ্রহণ স্থগিত করেছেন হাইকোর্ট। যে কারণে তিনি শপথগ্রহণে অংশ নিতে পারেননি। সালথা উপজেলা পরিষদ ও থানা ভাঙচুরের মামলায় গ্রেফতার হয়ে কয়েক মাস ধরে কারাগারে আছেন ইশারত হোসেন। তিনি উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক। কারাগারে থেকেই দ্বিতীয় ধাপে রামকান্তুপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। কারাগার সূত্র জানায়, আদালতের নির্দেশে নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইশারত হোসেনকে আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশি পাহারায় তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। শপথগ্রহণ শেষে সেখান থেকে আবার তাকে কারাগারে পাঠানো হয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দিপক কুমার রায়, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাছলিমা আকতার ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যেতী প্রু।