ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী

ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী

অধিকৃত পশ্চিমতীরে আহমাদ আতেফ ডারাঘমেহ নামে ২৩ বছর বয়সি এক । বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পশ্চিমতীরের নাবলুসে অবস্থিত জোসেফের মাজারে কিছু ইহুদিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল ইসরাইলি বাহিনী। খবর ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার।

ওই সময় ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ফুটবলার আহমেদ দারাঘমেহ গুরুতর আহত হন এবং পরে মারা যান। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন।

নিহত ফুটবলার দারাঘমেহ পাশের শহর তুবাসের বাসিন্দা ছিলেন। ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আহমাদ ওয়েস্ট ব্যাংক প্রিমিয়ার লিগের ক্লাব থাকাফি তুলকারেমের হয়ে খেলতেন। এ মৌসুমে নিজ দলের হয়ে ৬ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন।