নেপালে ভূমিধসে ১৪ জনের মৃত্যু

নেপালে ভূমিধসে ১৪ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাতের কারণে পশ্চিমাঞ্চলীয় নেপালে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও সাতজন। দেশটির কর্মকর্তারা আজ শনিবার এই তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্থ এলাকায় নিখোঁজ ১০ জনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। দেশটির রাজধানী কাঠমুন্ডু থেকে ৪৫০ কিলোমিটার দূরে আছাম জেলায় এই ভূমিধসের ঘটনা ঘটেছে। উদ্ধারকর্মীরা বিধ্বস্ত এলাকা থেকে নিহত ও আহতদের উদ্ধার করছে।

স্থানীয় মিডিয়ার ফুটেছে দেখা গেছে, উদ্ধারকারীরা তাদের হাত দিয়ে কাদা পরিষ্কার করছেন এবং আটকে পড়া নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে প্রাণপন চেষ্টা চালাচ্ছেন।

কর্মকর্তারা বলেছেন, নিকটবর্তী এলাকায় আহতদের দ্রুত ভর্তি করা হয়েছে। দেশটিতে জুন ও সেপ্টম্বর মাসের মধ্যে মৌসুমি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনা প্রায় ঘটে থাকে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির পরিসংখ্যানে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৮ লোকের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ হয়েছে ১২ জন।