নেপালের নতুন অধিনায়ক লামিচানে

তারকা লেগস্পিনার সন্দ্বীপ লামিচানেকে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। ক্রিকেটের বিশ্ব মঞ্চে নেপালের সবচেয়ে বড় বিজ্ঞাপন লামিচানে। এবার তিনি পেলেন জাতীয় দলের অধিনায়কত্বও।

বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নিজের চতুর্থ মৌসুমে হোবার্ট হারিকেনের হয়ে খেলছেন লামিচানে। জ্ঞ্যানেন্দ্র মাল্লার বদলে নতুন অধিনায়ক হচ্ছেন ২১ বছর বয়সী এ লেগস্পিনার। গত সেপ্টেম্বরে নিজের সবশেষ দুই ওয়ানডে ম্যাচেও জোড়া ফিফটি হাঁকিয়েছেন মাল্লা। তবু অধিনায়কত্ব হারাতে হলো তাকে। এর পেছনে মূলত রয়েছে বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি বিষয়ক বিরোধ। শুধু মাল্লাই নয়, সহ অধিনায়ক হিসেবে দিপেন্দ্র সিং আইরের নিজের পদ হারিয়েছেন। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও ২০১৭ সালের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বিশ্বকাপ বাছাইয়ে অধিনায়কত্ব করেছেন লামিচানে। সম্প্রতি এভারেস্ট প্রিমিয়ার লিগে কাঠমান্ডু কিংস এলেভেনেরও অধিনায়কত্ব করেন তিনি।