নিপাহ ভাইরাসে এক রোগীর মৃত্যু

নিপাহ ভাইরাসে এক রোগীর মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) নিপাহ ভাইরাসের আক্রান্ত শাহ আলম (২১) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শাহেদ (৩৯) নামে আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক।

তিনি বলেন, ‘গত শুক্রবার জ্বর নিয়ে শাহ আলম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) পরীক্ষার করার পর রিপোর্টে জানা যায় তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত। পরে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত ৮টা ৪৭ মিনিটে তার মৃত্যু হয়।’

শাহ আলম নরসিংদীর শিবপুর কারারচর গ্রামের জালাল মিয়ার ছেলে।

অপরদিকে, শনির আখড়ার বাসিন্দা মো. শাহেদ (৩৯) নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা অনেকটা ভালোর দিকে।