নারীর ক্ষমতায়নের কারণে দেশ এতদূর এগিয়েছে: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নের কারণে দেশ এতদূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে ঢাকা শেরাটন বলরুমে বেসরকারি সংস্থা ‘উইমেন লিডারশিপ করপোরেশন’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘লাইফস্টাইল অ্যান্ড ব্রাইডাল ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১ -ম্যাজেস্টিক অ্যাফেয়ার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তার কারণেই দেশে নারীর ক্ষমতায়ন ঘটেছে। দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে উদ্যোক্তা হিসেবে নারীদের এগিয়ে আসার বিকল্প নেই। অনুষ্ঠানে নারী উদ্যোক্তা হিসেবে মারিয়া মৃত্তিক, নুসরাত চৌধুরী, পারসা ফাতেমা, নবী ইসমাইল প্রমুখ তাদের সাফল্যের কথা তুলে ধরেন। পরে আয়োজকদের পক্ষে লাইফস্টাইল ও বিবাহসজ্জা শিল্প উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।