লিফটের তার ছিঁড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

লিফটের তার ছিঁড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় তৈরি পোশাক কারখানায় লিফটের তার ছিঁড়ে প্রবীণ বৈদ্য (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ক্রোনি গ্রুপের ডাইং সেকশনে এই ঘটনা ঘটে।

কারখানার এক শ্রমিক বলেন, ডাইং সেকশনের নিচতলা থেকে ফ্রেব্রিকের (কাপড়) বোঝা নিয়ে লিফটে করে দোতলায় যাচ্ছিলেন প্রবীণ। একপর্যায়ে লিফটের তার ছিঁড়ে যায়। এতে লিফটে থাকা প্রবীণ বৈদ্য ঘটনাস্থলেই মারা যান। পরে তার লাশ নারায়ণগঞ্জ দেড়শ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতের ছোট ভাই বিনয় বিশ্বাস বলেন, লিফটের তার ছিঁড়ে ফেব্রিকের বোঝার চাপে পড়ে তার মৃত্যু হয়েছে। তার অস্বাভাবিক মৃত্যু হলেও প্রতিষ্ঠান থেকে পুলিশকে জানানো হয়নি । জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাজমুল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়। নিহতের স্বজনরা তার লাশ গ্রামের বাড়ি গোপালগঞ্জ নিয়ে গেছেন ক্রোনি গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আবু জাফর বলেন, লিফটের তার ছেঁড়ার কারণে কাপড়ের বোঝার নিচে চাপা পড়ে শ্রমিক মারা যাওয়ার বিষয়টি সত্য নয়। হার্ট অ্যাটাকে মারা গেছেন প্রবীণ বৈদ্য। প্রবীণের ভাই প্রশান্ত কুমার মোবাইল ফোনে জানান, ভাইয়ের লাশ নিয়ে গোপালগঞ্জে যাচ্ছেন তারা। কারখানায় লিফটের তার ছিঁড়ে কাপড়ের ভারি বোঝার চাপে পড়ে প্রবীণের মৃত্যু হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, বিষয়টি তারা জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।