দেড়শ’তম বছরে রাজশাহী কলেজ

দেড়শ’তম বছরে রাজশাহী কলেজ

প্রতিষ্ঠার দেড়শ বছরে পা দিল ঐতিহ্যের রাজশাহী কলেজ। ১৮৭৩ সালের ১ এপ্রিল ছয়জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করে কলেজটি। কালক্রমে তা হয়ে ওঠে দেশের একমাত্র মডেল কলেজ।

শুক্রবার (১ এপ্রিল) সকালে ১৫০ পাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী কলেজ পরিবার। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মেয়র লিটন বলেন, শিক্ষার প্রসারে রাজশাহী কলেজের ভূমিকা অনন্য। ঐতিহ্যবাহী দেশসেরা এই  কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। আগামীতে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে কলেজটি।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জোবাইদা আয়েশা সিদ্দিকা, নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল, রাজশাহী সরকারি সিটি কলেজের প্রফেসর আমিনা আবেদীন প্রমুখ।