দেশে করোনায় এক সপ্তাহে ৭৬ শতাংশ মৃত্যু কমেছে

দেশে করোনায় এক সপ্তাহে ৭৬ শতাংশ মৃত্যু কমেছে

কিছুদিন আগেও করোনার নতুন নতুন ধরনের কাছে ‘অসহায়’ ছিল মানুষ। তবে স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়ার পাশাপাশি টিকা প্রয়োগ কার্যক্রম অব্যাহত থাকায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। দেশে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কমেছে ৭৬ শতাংশের বেশি। এ সময় শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে ৪৯ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।গত এক সপ্তাহে সারা দেশে করোনায় ৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আগের সপ্তাহে সারা দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়। সে হিসাবে আগের সপ্তাহের চেয়ে ৭৬ দশমিক ৯ শতাংশ মৃত্যু কমেছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত সপ্তাহে এক হাজার ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে এই সংখ্যাটি ছিল ২ হাজার ২২০ জন। শনাক্ত রোগীর সংখ্যা আগের সপ্তাহের চেয়ে কমেছে ৪৫ দশমিক ৪ শতাংশ। তবে পরপর দুদিন শনাক্ত করোনা রোগীর সংখ্যা একশর নিচে থাকার পর সোমবার (২১ মার্চ) ফের তা তিন অংক ছাড়িয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত রোগীর হার আবার ছাড়িয়েছে এক শতাংশের ঘর। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ১১ হাজার নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১১৬ জনের দেহে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক শূন্য ৬ শতাংশ। এর আগে রোববার (২০ মার্চ) ছিল শূন্য দশমিক ৯০ শতাংশ। আর তার আগের দিন শনিবার (১৯ মার্চ) শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৮৩ শতাংশ। ওই দুদিন শনাক্ত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ৮২ ও ৬২ জন। সোমবার (২১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে সবশেষ ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। ফলে এ পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ১৭৭ জনের। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১১৬ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জনে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ১৪০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জন।