দেশের ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে, প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে আজ

দেশের ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে, প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে আজ

দেশের ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে আজ সোমবার। দুপুর ১২টায় মাতৃভাষা ইনস্টিটিউটে ডিজিটাল এই লটারি অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গতকাল রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরী, জেলা সদর ও উপজেলা পর্যায়ের এসব বিদ্যালয়ের ভর্তি লটারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষাসচিব আবু বকর ছিদ্দীক এবং মাউশির পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

মাউশি সূত্রে জানা যায়, এ বছর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত এক লাখ সাত হাজার ৮৯টি শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হবে।