দুই বছর পরপর বিশ্বকাপ, পক্ষে বিপক্ষে যারা

দুই বছর পরপর বিশ্বকাপ, পক্ষে বিপক্ষে যারা

বিশ্বকাপ নিয়ে ফিফার নতুন পরিকল্পনা বিভেদ সৃষ্ঠি করেছে পুরো ফুটবল বিশ্বে। প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে ইউরোপ সেরা সব কোচ। তাদের দাবি, ফুটবল উন্নয়নের ধুয়ো তুলে অর্থ আয়ের ফন্দি আঁটছে ফিফা। তবে পক্ষে মত আছে গার্দিওয়ালাসহ বেশ কয়েকজন কোচের। সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদোর মতো তারকারা যখন এর পক্ষে, তখন বিপক্ষে মত ইয়্যুর্গেন ক্লপ-টমাস টুখেলদের মতো কোচদের।

প্রস্তাবটা এসেছে সাবেক আর্সেনাল কোচ ও বর্তমানে ফিফার ডেভেলপমেন্ট কমিটির প্রধান আর্সেন ওয়েঙ্গার কাছ থেকে। অথচ এই পরিকল্পনার প্রকাশ্য বিরোধিতা ইউরোপ সেরা কোচদের। লিভারপুল কোচ ইয়্যুর্গেন ক্লপ বলছেন, সবাই জানে কেন এমন পরিকল্পনা করা হচ্ছে। বিশ্বকাপে অনেক দেশকে সুযোগ দেয়ার কথা বলা হলেও আদতে টাকাই সব। দুই বছর অন্তর বিশ্বকাপ হলে খেলোয়াড়রা ইনজুরিতে পড়বে। আর তাতে সৌন্দর্য হারাবে ফুটবল

পাশাপাশি চেলসি কোচ টমাস টুখেল বলছেন, এমনটি হলে অনেক বেশি ম্যাচ খেলতে হবে ফুটবলারদের। তাতে মান হারাবে ফুটবল। আমার মনে হয় কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বেশি দরকার। সেইসঙ্গে ফুটবলারদের চোটমুক্ত রাখাটাও জরুরি।

তবে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিচ্ছেন। তার মতে এটি বাস্তবায়ন হলে দারুণ ব্যাপার হবে। কারণ বিশ্বকাপের চেয়ে বড় কোনো আসর হতে পারে না। এমনিতেই প্রতি মৌসুমে ফুটবলাররা ৩ সপ্তাহর ছুটি পান। তাই আরেকটি বিশ্বকাপ খেলতে সমস্যা হবে না তাদের।

এদিকে ফিফার এই প্রস্তাবের পক্ষে মত দিয়ে যৌথ বিবৃতি দিয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ।