ঢাকায় পৌঁছাল আরও ১০ লাখ টিকা

চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চীন থেকে এসব টিকা নিয়ে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমানের চার্টার্ড ফ্লাইটটিতে মোট ৫৭টি বাক্সে সিনোফার্মের ১০ লাখ ডোজ করোনা টিকা ও ৩১৩টি কার্টনে ৪ দশমিক ১ টন সিরিঞ্জ পরিবহন করা হয়েছে। সাশ্রয়ী খরচে এসব টিকা ও সিরিঞ্জ দেশে পরিবহন করেছে বিমান। এদিকে শনিবার সকাল ১০টায় বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইট টিকা আনতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। এর আগে উপহার হিসেবে চীনের দেওয়া সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে বলে জানান ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হাওলং ইয়ান। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘চীনের উপহার হিসেবে বাংলাদেশকে দেওয়া সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা তিয়ানজিং আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে তোলা হয়েছে। সন্ধ্যায় এসব টিকা ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর আগে চীন ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে।