ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা ও সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা দুই দিনের সফরে বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন। 

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের আমন্ত্রণে তিনি এই সফরে আসছেন বলে মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ঢাকায় মাসুদ বিন মোমেনের সঙ্গে নানা বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বিনয়। রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক, পানি বণ্টন, বাণিজ্য ও বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, প্রতিরক্ষা, সংযোগ এবং উপ-আঞ্চলিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক নানা বিষয় আলোচনায় স্থান পাবে বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

সফরটিকে ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেছে দেশটির মন্ত্রণালয়। ভারতের শীর্ষস্থানীয় উন্নয়ন অংশীদার বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদারও।

প্রসঙ্গত, দুইদিনের সফরে সোমবার বিনয় কোয়াত্রা নেপাল গিয়েছেন। এ সফরে গুরুত্বপূর্ণ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে নজর দিচ্ছে ভারত।