ড্র হলো অ্যান্টিগা টেস্ট

ড্র হলো অ্যান্টিগা টেস্ট

ড্র হলো ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। ওয়েস্ট ইন্ডিজকে ২৮৬ রানের টার্গেট দিয়ে জয়ের আশা জাগিয়েছিল ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলের। ১৬ মার্চ থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি।অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। স্বাগতিকদের পেস বোলিং তোপে প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে ধুঁকতে থাকা ইংলিশদের হয়ে শতক হাঁকান জনি বেয়ারস্টো। তার ১৪০ রানের দুর্দান্ত ইনিংসেই ৩০০ পেরোয় ইংল্যান্ড।

জবাবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৬৪ রানের লিড নেয়। বোনারের শতকের ওপর ভর করে ৩৭৫ রান সংগ্রহ করে ক্যারিবিয়রা। এরপর অবশ্য দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি এবং অধিনায়ক জো রুটের জোড়া শতকের ওপর ভর করে ৩৪৯ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংসে ঘোষণা করে ইংল্যান্ড। ২৮৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে জ্যাক লিচের বোলিং তোপে বিপাকে পরে স্বাগতিকরা। লিচের স্পিন ঘূর্ণিতে শুরুতেই চার উইকেট হারিয়ে বিপদে পরে ওয়েস্ট ইন্ডিজ। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই করেছিল ক্যারিবীয় দুই ব্যাটসম্যান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল। শুরুর জুটিতে তারা গড়েন ৫৯ রান। তবে হঠাৎ জ্যাক লিচ ঝড় শুরু হয়।  ৮ রানে চার উইকেট হারিয়ে বিপদে পরে ওয়েস্ট ইন্ডিজ। জ্যাক লিচই নেন তিনটি উইকেট। তবে আর কোনো বিপদ ঘটতে দেননি বোনার ও হোল্ডার। তাদের ৮০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ড্র হয় ম্যাচ। বোনার ১৩৮ বলে ৩৮ রান ও হোল্ডার ১০১ রানে ৩৭ রান করেন। ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বোনার।  এই ম্যাচে দুই দলের চার ইনিংসে চারটি শতক হয়েছে। ইংলিশদের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্রলি, রুট এবং জনি বেয়ারস্টো। আর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের হয়ে ম্যাচে একমাত্র শতকটি করেন এনক্রুমাহ বোনার। এদিকে লিচ প্রথম ইনিংসে দুটি এবং দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট পান। আর ক্যারিবীয়দের হয়ে দুই ইনিংস মিলিয়ে চার উইকেট পান কেমার রোচ।