ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন প্রকৌশলী

কুমিল্লার তিতাস উপজেলা প্রকৌশলী অহেদুর রহমান (৫৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা । রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত বছরের ২৩ ডিসেম্বর তিনি তিতাস উপজেলায় যোগদান করেন।

জানা গেছে, গত ২৭ জুলাই কর্মস্থলে অসুস্থ হয়ে পড়লে পরদিন সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ইউএনও মোসা. রাশেদা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন শোক প্রকাশ করেন। প্রকৌশলী অহেদুর রহমানের বাড়ি পাবনার ঈশ্বরদীর শেরশাহ রোড ফকিরের বটতলা এলাকায়। তিনি ঈশ্বরদীর প্রবীণ রাজনীতিক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ প্রয়াত ফকির নুরুল ইসলামের ছেলে। রোববার ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে রাতে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।