১০ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দুই কেজি ক্রিস্টেল মেথ বা আইস উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। এসময় মুজিব (২০) নামে এক যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত আইসের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানান টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান। আটক যুবক টেকনাফ থানার মিঠাপানিরছড়া এলাকার মো. সোনা মিয়ার ছেলে।  বিজিবি জানায়, বুধবার দুপুরে টেকনাফ-২ বিজিবির অপারেশন অফিসারের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে আটক মুজিবের বাড়িতে তল্লাশী শুরু করে। সে সময় বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মুজিব। পরে তাকে ধাওয়া করে আটক করে বিজিবি সদস্যরা। তার দেয়া তথ্য অনুযায়ী বাড়ির সিলিংয়ের উপর কৌশলে লুকিয়ে রাখা দুই কেজি ওজনের ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।