টেকনাফে লাখ টাকার ইয়াবা জব্দ

টেকনাফে সাড়ে তিন লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এগুলো জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্টগার্ড। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শাহপরী দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার এম নাঈম উল হক। এ সময় ঘাট সংলগ্ন এলাকায় বস্তাসহ তিনজন ব্যক্তিকে দেখতে পান কোস্টগার্ড সদস্যরা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বাঁশি এবং টর্চ লাইটের মাধ্যমে তাদের থামার সংকেত দেওয়া হয়। পাচারকারীরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাদা রংয়ের তিনটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে পরিত্যক্ত বস্তা তিনটি তল্লাশি করে সাড়ে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।